করিমগঞ্জের পাথিনি বাগা‌নে ভাই‌য়ের হা‌তে ভাই খুন, জখম বউদি-ভাইপো

পাথারকা‌ন্দি (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি থানাধীন পাথিনি চা বাগা‌নে সংঘ‌টিত এক পা‌রিবা‌রিক মার‌পি‌টের জে‌রে খুন হ‌লেন এক ব্যাক্তি। একই ঘটনায় গুরুতরভাবে জখম হ‌য়ে‌ছেন মহিলা সহ আরও দুজন।

ঘটনার খবর দিয়ে পাথিনি গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-সভা‌নেত্রীর প্রতি‌নি‌ধি তথা বি‌জে‌পি চা মোর্চার জেলা সভাপ‌তি অন্তু বা‌ল্মিকদাস জানান, লোমহর্ষক ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছে র‌বিবার দুপুর ১২টা নাগাদ। পাথিনি জি‌পির ২ নম্বর ওয়া‌র্ডের বা‌রোফুট এলাকার বা‌সিন্দা রাজেন প্রজাপতি (৪৮)-এর সা‌থে কোনও কার‌ণে ঝগড়া বাঁধে ছোট ভাই হি‌রো প্রজাপ‌তির স্ত্রী শান্তি প্রজাপতি (৩৬)-র সা‌থে। ঘটনার সম‌য় হি‌রো বা‌ড়ি‌তে ছি‌লেন না। এক সম‌য় রা‌জেন নি‌জের ছোট ভাই‌য়ের স্ত্রী‌কে লা‌ঠি দি‌য়ে বেধড়ক পেটাতে থাকেন। এক সম‌য় রা‌জে‌নের ছেলে রিকেশ প্রজাপতিও (১৫) এই মার‌পি‌টে শামিল হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত বা‌ড়ি‌তে ছু‌টে আসেন হি‌রো প্রজাপ‌তি (৪৪)‌। বাড়ি এসে ঝগড়া ও মারপিটের বিষয় শু‌নে রা‌গে অগ্নিশর্মা হ‌য়ে হা‌তে জ্বালা‌নি কা‌ঠের টুক‌রো নি‌য়ে বড়ভাই বউদি এবং ভাইপোর উপর ঝাঁপি‌য়ে প‌ড়েন। এতে কাজ হ‌চ্ছে না দে‌খে তি‌নি ঘর থে‌কে ধারা‌লো দা বের ক‌রে তিন জ‌নের ওপর উপর্যুপ‌রি হামলা চা‌লি‌য়ে ব‌সেন। ফলে অকুস্থ‌লে প্রাণ হারান বড়ভাই। গুরুতরভাবে আহন হন বউদি ও ভাইপো ।

তা‌দের আর্তনা‌দে পড়শিরা ছু‌টে এলে পা‌লি‌য়ে যায় হি‌রো। ঘটনার পর পাথারকা‌ন্দি থানার এসআই এমএন সিং এবং এস ক‌রো দলবল নি‌য়ে তদ‌ন্তে নে‌মে আহত‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্যল এবং মৃত‌দেহটি ময়না তদ‌ন্তের জন্যা ক‌রিমগঞ্জ সি‌ভিল হাসাপাতালের ম‌র্গে পাঠিয়ে দেন। এদিকে খুনিকে পাথারকান্দি থানায় আট‌কে রে‌খে জিজ্ঞাসাবাদ কর‌ছে পু‌লিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য‌ বিরাজ কর‌ছে।