২০২০-র বিহার বিধানসভা নির্বাচনে জেডি(ইউ)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বিজেপি : নীতীশ কুমার

পাটনা, ১১ ডিসেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) নেতা নীতীশ কুমার। রবিবার নীতীশ কুমার অভিযোগ করেছেন, ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে জেডি(ইউ)-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বিজেপি। সেই সময়ে জোটে থাকা সত্ত্বেও ২০২০ সালের বিহার বিধানসভা নির্বাচনে জেডি (ইউ)-এর বিরুদ্ধে ষড়য্ন্ত্র করেছিল বিজেপি।

তিনি নিশ্চিত করেছেন, বিজেপি-বিরোধী দলগুলি ২০২৪ সালের লোকসভা নির্বাচনে “বিশাল সংখ্যাগরিষ্ঠতা” নিয়ে জয়ী হতে পারে, যদি তারা হাত মেলাতে সম্মত হয়। পাটনায় জনতা দল (ইউনাইটেড)-এর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় রবিবার নীতীশ কুমার অভিযোগ করেছেন, গত বিধানসভা নির্বাচনে তাঁর দলের অসন্তোষজনক পারফরম্যান্স তৎকালীন জোটের শরিক বিজেপির কারণেই হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *