শান্তির বাজারে মহিলা ক্রিকেট : অনণ্যার সৌজন্যে জয় ছিনিয়ে রেক্স ক্লাব ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর।। লো-‌স্কোরিং ম্যাচ। তাতে ৫ রানে জয় পেলো রেক্স ক্লাব। অন্তরা দাসের দুরন্ত বোলিংয়ে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মহিলা ক্রিকেটে। বাইখোড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে রেক্স ক্লাবের গড়া ৪৭ রানের জবাবে উত্তর তাউখোমা স্কুল ৪২ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের অন্তরা ৫ উইকেট পেয়েছেন। এদিন সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে রেক্স ক্লাব ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৪৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে একমাত্র খাসিরং রিয়াং দুই অঙ্কের রানে পা রাখে। খাসিরং ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। উত্তর তাউখোমা স্কুলের পক্ষে অন্ত রাণী নোয়াতিয়া (‌৪/‌৯), রেশ্মি নোয়াতিয়া (‌৩/‌২০) এবং মমিতা নোয়াতিয়া (‌২/‌১২) সফল বোলার। জবাবে খেলতে নেমে অন্তরা দাসের (‌৫/‌১০) বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৪২ রানে গুটিয়ে যায় উত্তর তাউখোমা স্কুল। দলের পক্ষে রেশ্মি নোয়াতিয়া ১৪ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। আর কেউ দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ ১৪ রানে। রেক্স ক্লাবের পক্ষে অন্তরা দাস (‌৫/‌১০) এবং অনিমা মুড়াসিং (২/‌৯‌) সফল বোলার।‌‌‌‌‌ ‌‌