গোর্খাল্যান্ডের দাবিতে সুর চড়ালেন তৃণমূল নেতা

নয়া দিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.) : “পার্টি পরে, গোর্খাল্যান্ড আগে।” এভাবে অবস্থান বদলে মন্তব্য করলেন বিনয় তামাং। গোর্খাল্যান্ডের দাবিতে বিরোধীদের সঙ্গে একমঞ্চে সামিল তৃণমূল নেতা।

শুধু বিরোধীদের সঙ্গে একমঞ্চে সামিল হওয়া নয়, গোর্খাল্যান্ডের দাবিতে নয়া দিল্লিতে আয়োজিত বৈঠকে বিরোধীদের সঙ্গে গলাও মেলালেন দার্জিলিঙের তৃণমূল নেতা তথা জিটিএ সভাসদ বিনয় তামাং। যা সাধারণভাবে অস্বাভাবিক।

নয়া দিল্লিতে শনিবার থেকে দু-দিন ব্যাপী গোর্খা জনমুক্তি মোর্চা আয়োজিত এক সেমিনার শুরু হয়েছে। গোর্খাল্যান্ডের দাবিতে আয়োজিত এই সেমিনারে সকলের মতামত জানতে তরাই-ডুয়ার্সের রাজনৈতিক দলগুলির প্রতিনিধি সহ সমস্ত রাজ্যের প্রতিনিধি থেকে বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাহাড়ের প্রতিনিধি হিসাবে গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং ছাড়াও হামরো পার্টি-র প্রধান অজয় এডওয়ার্ডস যেমন রয়েছেন, তেমনই সেমিনারে যোগ দিয়েছেন পাহাড়ের দীর্ঘ আন্দোলনে যুক্ত থাকা তৃণমূল নেতা বিনয় তামাং।

এদিন প্রায় দু-ঘণ্টা ধরে চলা সেমিনারে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করে পৃথক রাজ্য, গোর্খাল্যান্ডের দাবি তুলে সকলকে সহমত হওয়ার আবেদন জানান গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং। একই সুর শোনা যায় ‘হামরো পার্টি’ প্রধান অজয় এডওয়ার্ডসের গলায়। গোর্খাদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে পাহাড়ে স্বচ্ছ রাজনীতি এবং পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পাহাড়ের এই দুই নেতার সঙ্গে একই সুর শোনা যায় বিনয় তামাংয়ের গলাতেও। যা বিস্ময়কর বলেই মনে করছেন রাজনীতিকদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *