জয়নগর, ১০ ডিসেম্বর (হি. স.) : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রাস্তা আটকে তাঁকে কালো পতাকা দেখালো তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বকুলতলা থানার অন্তর্গত নতুনহাট বাজার এলাকায়। ১০০ দিনের কাজের টাকার দাবীতে হাতে প্ল্যাকার্ড নিয়ে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তায়।
ওই রাস্তা দিয়েই সুকান্ত মজুমদার এদিন দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও কুলতলির একাধিক কর্মসূচি সেরে ফিরছিলেন কলকাতার উদ্দেশ্যে। তখনই তাঁকে কালো পতাকা দেখানো হয়। এলাকায় উত্তেজনা ছড়ায় এই ঘটনায়। তবে পুলিশ পরিস্থিতি সামাল দিয়েছে। এলাকার তৃণমূল নেতা সাহাবুদ্দিন শেখ অবশ্য সুকান্ত মজুমদারের পথ আটকানোর কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে মানুষ ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। কেন্দ্রের সেই বঞ্চনার প্রতিবাদে রাস্তায় নেমে এদিন বিক্ষোভ করেছেন তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ।

