বিশ্বনাথে প্ৰায় ৪২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ১৯টি প্ৰকল্পের শিলান্যাস ও উদ্বোধন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

বিশ্বনাথ (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : বিশ্বনাথ জেলার উন্নয়নে প্রায় ৪২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ১৯টি প্ৰকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বিশ্বনাথ জেলাকে রাজ্যের অন্যান্য জেলার সমতুল্য করার প্রয়াসে রাজ্য সরকার এই টাকা ব্যয়ে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে যা আগামী কয়েক মাসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগগুলি বাস্তবায়িত করবে, জানান মুখ্যমন্ত্রী।

আজ শনিবার বিহালি বিধানসভা এলাকার অন্তৰ্গত বেদেতিতে ‘বিকাশর বাবে এটা পষেক’ (বিকাশের জন্য এক পক্ষ) শীর্ষক কর্মসূচির অধীনে আয়োজিত বিশাল সমাবেশে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, বিশ্বনাথ জেলায় বিকাশের গঙ্গা প্রবাহিত করতে বহু প্রকল্পের আজ শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এই কর্মসূচির অধীনে আজ বিহালি বিধানসভা এলাকায় সাতটি উন্নয়নমূলক প্ৰকল্পের ডিজিটেল মাধ্যমে শিলান্যাস এবং শুভ উদ্বোধন করে বেজায় আনন্দিত তিনি। বলেন, বিশ্বনাথ জেলায় আজ প্ৰায় ৪২৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষে ১৯টি অভিলাষী প্ৰকল্পের শিলান্যাস এবং শুভ উদ্বোধন করেছেন।

বিহালিতে যে সব প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছেন সেগুলি যথাক্ৰমে ব্ৰহ্মপুত্ৰের ভাঙন থেকে বিহালি বটিয়ামারি এবং এবং সংলগ্ন এলাকাগুলিকে সুরক্ষিত রাখতে ভাঙন প্ৰতিরোধী ব্যবস্থার শিলান্যাস, সুইমিং পুল সংযোজিত বিহালি মিনি স্টেডিয়াম, মরানগাঁও-নাচবর পথ, বিহালিতে সরকারি পলিটেকনিক প্ৰতিষ্ঠান এবং ঔদ্যোগিক প্ৰশিক্ষণ প্ৰতিষ্ঠানের উন্নীতকরণ, বিহালিতে নবনিৰ্মিত সদ্ভাবনা প্ৰকল্প, বিহালি উন্নয়ন খণ্ড চত্বরে নিৰ্মিত প্ৰেক্ষাগৃহের উদ্বোধন, বিহালির জিনজিয়ায় এআইআইবির অধীনে অসম বিতরণ ব্যবস্থা সবলীকরণ এবং লোকসান হ্ৰাস প্রকল্প।

এছাড়া আগামী বছর (২০২৩)-এর মার্চে অসম সরকারের বাজেট অধিবেশনে বিশ্বনাথ জেলার শহিদ কনকলতা বরুয়া আঞ্চলিক বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরু হবে। উপরন্তু, রাজ্য সরকার সমস্ত আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বিশ্বনাথে একটি সমন্বিত জেলাশাসকের কার্যালয় নির্মাণের পরিকল্পনার কথা ভাবছে।

সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি দুটি পর্যায়ে বাস্তবায়িত করার কথা ভাবা হচ্ছে। প্রথম পর্যায়ে ৫০ কোটি টাকার একটি নির্ধারিত প্রাক-অনুমোদিত বাজেটে শুরু হবে যা জেলাশাসক এবং তার অধীনস্থ কার্যালয়গুলি তৈরি করা হবে। দ্বিতীয় পর্যায়ে একই ক্যাম্পাসে শিক্ষা, পাবলিক সার্ভিস কমিশন, স্বাস্থ্য সহ সব বিভাগ স্থাপন করা হবে। সাধারণ মানুষ তাঁদের সমস্যাবলির সুরাহা করার জন্য অফিস থেকে অফিসে দৌড়ঝাঁপ করার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার, বলেন ড. হিমন্তবিশ্ব শর্মা। পাশাপাশি যে ক্যাম্পাসে জেলাশাসকের কার্যালয় থাকবে সেখানে সাধারণ মানুষের সহজে প্রবেশাধিকার প্রদানকারী সমস্ত প্রয়োজনীয় সরকারি অফিসও থাকবে, জানান তিনি।

মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বিশ্বনাথকে একটি উন্নত জেলা হিসেবে তৈরি করতে উন্মুখ৷ সত্যিকার অর্থে সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো সহ জেলায় বিশাল পর্যটক প্রবাহ বইয়ে দিতে যাবতীয় ব্যবস্থা নেবে রাজ্য৷

সরকার একই চত্বরে একটি আধুনিক সার্কিট হাউস স্থাপনের পরিকল্পনা করছে যেখানে নতুন জেলাশাসকের কার্যালয় নির্মাণ করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে রাজ্য ক্রীড়া জগতকে উৎসাহিত করতে বিশ্বনাথ জেলায় একটি নতুন আঞ্চলিক ক্রীড়া স্টেডিয়াম নির্মাণের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বলেন, এই স্টেডিয়ামে আধুনিক খেলাধুলা ও সুযোগ-সুবিধা থাকবে।
মুখ্যমন্ত্রী ড. শর্মা আরও জানান, বিশ্বনাথ জেলার অধীন পাভোই রিজার্ভ ফরেস্টের একটি অংশে নবগঠিত ৫ কমান্ডো ব্যাটালিয়ন নিয়োজিত করা হবে, যা অবৈধ দখলের উপর নজর রাখবে এবং বন সংরক্ষণের কাজটি তার সঠিকভাবে পরিচালিত হবে।
এছাড়া, জেলায় বার্ষিক বন্যা এবং বাঁধের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা রাস্তার সাথে বাঁধের সংস্কার-নির্মাণের ঘোষণা করেছেন। লোকনির্মাণ (পূর্ত) বিভাগের অধীনে ২০২১-২২ অর্থবর্ষের জন্য এ বছরই নাবার্ড-এর আরআইডিএফ XXVII-এর অর্থানুকূল্যে বিশ্বনাথঘাট থেকে পানপুর পর্যন্ত ব্রহ্মপুত্র বাঁধের উপর (০.০০ এম ৮০০০.০০ এম থেকে) রাস্তা কাম বাঁধ নির্মাণের পাশাপাশি বিশ্বনাথ ডিস্ট্রিক্ট টেরিটরিয়াল রোড ডিভিশন সড়কের মাধ্যমে শুরু হবে, জানান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী জানান, আগামী শিক্ষাবৰ্ষ থেকে বিহালির সরকারি বিজ্ঞান মহাবিদ্যালয়ে কলা শাখা সংযোজনের জন্য ব্যবস্থা গ্ৰহণ করতে পদক্ষেপ গ্ৰহণ করা হবে। এছাড়া বিহালিতে রাজস্ব সার্কল অফিসারের কাৰ্যালয় স্থাপন, অসম মালার অধীনে গহপুর এবং বিশ্বনাথের মধ্যে বুড়ৈ ও বড়গাং সংযোগী একটি সেতু নিৰ্মাণ প্ৰকল্প, বিশ্বনাথ জেলার ২০ হাজার পরিবারকে বিনামূল্যের চালের রেশন কাৰ্ড প্রদানের জন্য পদক্ষেপ গ্ৰহণ করবে সরকার।
আজকের অনুষ্ঠানে ক্যাবিনেট মন্ত্রী পীযূষ হাজরিকা, সাংসদ পল্লবলোচন দাস, বিধায়কগণ যথাক্রমে রঞ্জিত দত্ত, প্ৰমোদ বরঠাকুর এবং উৎপল বরা সহ সরকারি পদস্থ ও উচ্চপদস্থ আধিকারিক এবং বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।