করিমগঞ্জ (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : এআইইউডিএফ সুপ্রিমো মওলানা বদরউদ্দন আজমলের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে করিমগঞ্জ সদর থানায়। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পার্থপ্রতিম দাস।
এএসপি জানান, মোট আটটি মামলা হয়েছে এআইইউডিএফ-এর সভাপতি বদরউদ্দিন আজমলের বিরুদ্ধে। এর মধ্যে চারটি করিমগঞ্জে এবং বাকি চারটি মামলা অসমের অন্য জেলার থানা থেকে স্থানান্তর করা হয়েছে। তিনি জানান, ৭১০/২০২২ নম্বরে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ এ, ২৯৮, ৫০৯ ধারায় আজমলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর করিমগঞ্জে হিন্দুদের বৈবাহিক সম্বন্ধ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন ধুবড়ির সাংসদ বদরউদ্দিন আজমল। তিনি মুসলমানদের বিবাহ-বিধি মানতে হিন্দু যুবক-যুবতীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এর পর এ নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে গোটা অসম মায় ভারতে। প্রতিবাদ ওঠে শাসকদল বিজেপি থেকে বিরোধী দল থেকে। রাজ্য জুড়ে কয়েকটি থানায় এজাহার দায়ের করা হয়। করিমগঞ্জ এবং কাছাড় জেলা বিজেপি সভাপতিরা বদরের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। করিমগঞ্জ এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকেও এজাহার দায়ের করা হয়। এতে এফআইআর-এর পরও পুলিশ সাংসদ আজমলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয় রাজ্যে।