রঘুনাথগঞ্জ, ১০ ডিসেম্বর (হি. স.) : গবাদি পশুর খাবার কিনতে হাটে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির । মৃতের নাম সাপাত শেখ। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রঘুনাথগঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার লস্করপুরের বাসিন্দা সপত শেখ তার দুই ভাইকে নিয়ে ভ্যানে করে রঘুনাথগঞ্জ যাচ্ছিলেন। চৌকি গ্রামের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সপত ও তার ভাই ছাড়াও এদিন সকালে ভ্যানে আরও তিনজন ছিলেন। সকালে কুয়াশার কারণে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা মারে।গুরুতর জখম অবস্থায় সপতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। বাকিরা এখনও চিকিৎসাধীন।
অন্যদিকে, শনিবার বিকেলে বহরমপুর থানার ভিমপুর-ফতেপুর এলাকায় জাতীয় সড়ক-৩৪ নম্বরে একটি পাথর বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় এক ডাম্পার চালকের। এ ঘটনায় উভয় গাড়ির চালক ও লরির চালক আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ডাম্পার চালকের মৃতদেহ গাড়ির ভিতরে আটকা পড়ে ছিল। গ্যাস কাটার দিয়ে ডাম্পার কেটে দেহ উদ্ধার করা হয়। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।