ধর্মনগরে আজ স্টেডিয়াম উদ্বোধন সাংগঠনিক দ্বন্দ্বের গন্ধ বিরাজমান

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর।।বর্তমান কমিটিকে উপেক্ষা করেই আজ উদ্বোধন হতে চলেছে নবনির্মিত ক্রিকেট স্টেডিয়ামের। আজ সকাল সাড়ে ১০ টায় স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাংসদ প্রতিমা ভৌমিক, ডেপুটি স্পিকার  বিশ্ব বন্ধু সেন, মহকুমার পুর পরিষদের চেয়ারপার্সন  প্রদ্যুৎ দে সরকার, রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতি তপন লোধ এবং সচিব তাপস ঘোষ সহ অন্যাণ্যরা। উদ্বোধনী অনুষ্ঠানকে বর্ণময় করে তোলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। তবে কতটুকু বর্ণময় হবে তা সময়ই বলবে। কারন মহকুমার ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীরা এখন দুভাগে বিভক্ত। এবছরের ২৮ জানুয়ারি মহকুমা ক্রিকেট সংস্থার নতুন কমিটি গঠন হয়েছিলো। নিয়মানুযায়ী ১ বছরও পূর্ণ হয়নি ওই কমিটির। কিন্তু গত কয়েকদিন আগে আচমকা নতুন কমিটির আবার আত্মপ্রকাশ হয় পুরাতন কমিটিকে ছাটাই করে। প্রশ্ন ওই নতুন কমিটি কী করে হলো?‌ রাজ্য ক্রিকেট সংস্থা থেকে জানানো হয়েছে পুরাতন কমিটির মেয়াদ শেষ। প্রশ্ন উঠেছে ১ বছর যেতে না যেতেই কীভাবে পুরাতন কমিটির মেয়াদ শেষ হয়ে যায়?‌ অনেকেই মনে করছেন, রাজ্য ক্রিকেট সংস্থার কয়েকজনের আঙ্গুলিহীলন রয়েছে এর মধ্যে। এনিয়ে মহকুমা ক্রিকেট প্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে। যার বিশেষ উদ্যোগে জঞ্জালজনিত কলেজের ওই মাঠ এখন ক্রিকেট স্টেডিয়ামে পরিনত হয়েছে সেই মহকুমা সংস্থার সচিব বাবলু দত্তকে উপেক্ষা করেই গঠিত হয়েছে নতুন কমিটি। এনিয়ে ক্রিকেটারদের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে।