নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ রাস্তায় বাইক আটক করে নগদ টাকা সহ বাইক ছিনতাই৷ রাজ্যে থেমে নেই খুন, সন্ত্রাস, অপহরণ,নারী নির্যাতন, ছিনতাই এর মত ঘটনা৷এমন একটি ছিনতাই এর ঘটনা ঘটে সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সকাল ১১টায় পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ড এলাকার মানিক মিয়া নামে এক ব্যক্তি তার নিজের টিআর-০৭-সি -৮০৩৫ নম্বরের একটি গ্ল্যামার বাইক নিয়ে বাড়ি থেকে বক্সনগর ব্লক অফিসের দিকে ব্যক্তিগত কাজে যাওয়ার পথে কলসিমুড়াস্থিত বক্সনগর গ্যাস এজেন্সির সামনের যেতেই একদল দুষৃকতী তার মোটর বাইকের সামনে দাঁড়িয়ে বাইকটিকে দাঁড়াতে বাধ্য করে৷ পরে বাইকের মালিক মানিক মিয়ার উপর দুষৃকতীরা হামলা করে ঘটনাস্থলেই প্রচন্ড মারধর করে৷ তার কাছ থেকে নগদ ১৯ হাজার ৬০০ টাকা সহ তার নিজের মোটর বাইকটিকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়৷তার ব্যবহৃত মোবাইল ফোনটি ও নিয়ে যাওয়ার চেষ্টায় ব্যর্থ হয়৷ এই ঘটনায় বেশ কয়েকজন লোক ঘটনাস্থলেই ঘটনাটি প্রত্যক্ষ করেন৷ দুষৃকতীদের আক্রমণে তার মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত লাগে৷ ঘঠনাস্থলে প্রত্যক্ষ করা কয়েকজনের কাছ থেকে ১০ থেকে ১২ জন দুষৃকতির মধ্যে তিনজনকে চিহ্ণিত করে সাথে সাথেই লিখিতভাবে কলমচৌড়া থানায় একটি মামলা করা হয়৷ এই তিনজন হল রাকিব মিয়া(২৮) পিতা মফিজ মিয়া, দ্বিতীয় জন হল শওকত হোসেন (২৫) পিতা শাহলাম মিয়া,তৃতীয় হামলাকারীর মধ্যে ছিল রিয়াজ মিয়া( ২৭)৷ তিনজনের বাড়ি কলমচৌড়া থানাধীন কলসিমুড়া গ্রাম পঞ্চায়েতের নগর এলাকায়৷ থানায় মামলা দায়ের করার পরেও বাইকের মালিক মানিক মিয়া আতঙ্কিত৷ কারণ তার বাইক ও টাকা ছিনতাই করার পাশাপাশি হামলাকারীরা তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন৷ তবে কি কারণে তার কাছ থেকে বাইক ও টাকা ছিনতাই করে নিয়ে যায় তা স্পষ্টভাবে জানা যায়নি৷ অনেকে আবার দাবি করছেন হয়তো ব্যবসা সংক্রান্ত কোনো বিষয়ে এই ছিনতাই এর ঘটনা ঘটে৷ হয়তো টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে তার বাইক ছিনিয়ে নেয়া হয়েছে৷ এ বিষয়ে কলমচৌড়া থানায় লিখিতভাবে অভিযোগ করা হয়েছে৷ কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তার বাইক ও টাকা উদ্ধার করতে পারেনি৷ ঘটনা তদন্ত করছে পুলিশ৷ তাই তিনি শুক্রবার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সেই ঘটনার বিবরণ তুলে ধরেন৷ তার বক্তব্য দুষৃকতীদের নাম ধাম জানিয়ে থানায় মামলা করা হয়েছিল৷ এখন দেখার বিষয় পুলিশ তাদের আটক করে তার বাইকটি উদ্ধার করতে পারে কিনা৷
2022-12-09