প্রবল শীত কার্গিল ও লাদাখে, জমে বরফ হয়ে গেল শ্রীনগরের ডাল লেক

শ্রীনগর, ৮ ডিসেম্বর (হি.স.): প্রবল ঠাণ্ডা ও শীতের পরশে কাঁপছে ভূস্বর্গ। জমে বরফ হচ্ছে শ্রীনগরের ডাল লেক। ডাল লেকের অভ্যন্তরীণ অংশগুলির সঙ্গে যুক্ত ছোট ছোট নদী, নালা এবং স্রোতগুলি হিমায়িত বরফের একটি পুরু স্তরে আবৃত ছিল বৃহস্পতিবার। বুধবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.০ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনগর বিগত দু’দিন ধরে তীব্র ঠান্ডা আবহাওয়ার সম্মুখীন হচ্ছে।

বুধবার রাতে লাদাখের লেহ্-তে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.০ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় কাঁপছে কার্গিলও, সেখানে তাপমাত্রা মাইনাস ১১.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তর কাশ্মীরের হিল রিসর্ট গুলমার্গে তাপমাত্রা কমে মাইনাস ৪.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাড়ছে জম্মুতেও। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এদিন ৬.৯ ডিগ্রি সেলসিয়াস।