দিল্লি পৌরনিগম নির্বাচন: আপ এগিয়ে ১২৫ ওয়ার্ডে, বিজেপি ১১৫টিতে

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : দিল্লি পৌরনিগম নির্বাচনের ভোটগণনার প্রথম আড়াই ঘণ্টায় এগিয়ে-পিছিয়ে থাকার নিরিখে বিজেপি এবং আম আদমি পার্টির চোখে চোখ রেখে লড়াই চলছে। অন্যদিকে, এই দুই দলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে কংগ্রেস। সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রাপ্ত খবরে জানা যাচ্ছে, বিজেপি ১১৫টি আসনে, আপ ১২৫টি আসনে এবং কংগ্রেস ৮টি আসনে এগিয়ে আছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এ পর্যন্ত বিজেপি ৫টি ওয়ার্ডে জয় ছিনিয়ে নিয়েছে। অন্যদিকে, আপের ঝুলিতে এসেছে ৩টি ওয়ার্ড।গত ৪ ডিসেম্বর দিল্লি পৌর কর্পোরেশনের ভোটগ্রহণ হয়। ভোটের আগে নির্বাচনী প্রচারে উচ্চমাত্রার লড়াই হয়েছিল, তাতে উভয় দলই বিজেপি ও আপ নির্বাচনে জয়ী হওয়ার দাবি ও পাল্টা দাবি করেছিল। তবে, এদিন সব পরিষ্কার হয়ে যাবে। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে।

এদিন সকাল ৮টায় শুরু হয় আড়াইশটি ওয়ার্ডের ভোট গণনা। প্রথম প্রবণতা এক ঘন্টার মধ্যে প্রত্যাশিত হবে কারণ দুপুরের মধ্যে চূড়ান্ত ফলাফল বেরিয়ে আসবে।সুষ্ঠুভাবে ভোট গণনা করতে দিল্লি পুলিশ নিরাপত্তা জোরদার করেছে।