নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ রবিবার সকাল থেকে আগরতলা পশ্চিম থানার সামনে বিভিন্ন যানবাহন আটক করে বেআইনিভাবে গ্লাসের মধ্যে লাগানো কালো পেপার গুলো খুলে ফেলা হয়৷ রবিবারছোটখাটো যানবাহন গোলকের ব্যবহার করে সমাজদ্রোহীরা রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন স্থানে নানা অপরাধে প্রবণতা চালিয়ে যাচ্ছে৷ বিশেষ করে বিভিন্ন গাড়ির গ্লাসে কালো পেপার লাগিয়ে এ ধরনের অপকর্মের ঘটনা সংঘটিত করা হচ্ছে বলে পুলিশের নজরে এসেছে৷ গাড়িতে কালো পেপার লাগানো নিষিদ্ধ সত্ত্বেও এ ধরনের প্রবণতা বৃদ্ধি পেয়ে চলেছে৷ অবশেষে পুলিশ এ ধরনের অপরাধপ্রবণতার বিরুদ্ধে কোমর বেঁধে ময়দানে নেমেছে৷ রাজধানী আগরতলার পশ্চিম থানার পুলিশ বিভিন্ন যানবাহন আটক করে যেগুলিতে ক্লাসের মধ্যে কালো পেপার লাগানো রয়েছে সেগুলির কালো পেপার খুলে দিচ্ছে৷ শুধু তাই নয় বেআইনিভাবে গ্লাসে কালো পেপার লাগানোর অপরাধে তাদের বিরুদ্ধে আই নানক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়৷ শুধু পশ্চিম থানা এলাকাতেই নয় রাজ্যের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রয়াস জারি থাকবে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন৷
2022-12-04

