কুমারঘাটে দিব্যাঙ্গদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ মানুষ মানুষের জন্য এই আহবানকে সামনে রেখে কুমারঘাটে ভ্যানগার্ড ক্লাবের উদ্যোগে দিব্যাঙ্গদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷  শহীদ ক্ষুদিরাম বসুর জন্মদিন এবং বিশ্বপ্রতিবন্দী দিবস উপলক্ষে ফটিকরায়ের জনপ্রিয়  ভেনগার্ড ক্লাবের উদ্যোগে ক্লাব অফিস গৃহ সম্মুখে দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ আনুষ্ঠানিক ভাবে এই অনুষ্ঠানের সূচনা করা হয় এক প্রতিবন্ধী কন্যা সন্তান এর হাত ধরে ৷ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ক্লাবের ফাউ ন্ডার সেক্রেটারি সুদর্শন বৈদ্য, শং কর রায়, শ্যামল দাস, সিদ্ধার্থ দেব, ফটিকরায় থানার ওসি নন্দন দাস, সহ প্রমুখরা৷ ক্ষুদিরাম বসুর প্রতি কৃতিতে মাল্য দান করে শ্রদ্ধা জ্ঞাপ ন করেন প্রদীপ ভট্টাচার্য,বিনায়ক পাল, নিলু পাল, উজ্জ্বল ভট্টাচার্য সহ প্রমুখরা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি প্রতাপ দেব৷ ক্লাবের বর্তমান সম্পাদক সুবল দেব জানিয়েছেন আজ বিশ্ব প্রতি বন্ধী দিবসে  ১৬০ জন প্রতিবন্ধীকে শীত বস্ত্র প্রদান করা হয়৷ ভ্যানগার্ড ক্লাবের  অনুষ্ঠান পালনকে  ভূয়সী প্রশংসা করেছেন এলাকার মানুষজন৷