রাজ্যের করবং সম্প্রদায়ের প্রতি বঞ্চনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷  রাজ্যে হাতে কোন মাত্র কয়েকটি করবং জাতি পরিবার রয়েছে৷ এসব পরিবারের উন্নয়নের সরকার পর্যাপ্ত অর্থ বরাদ্দ করলেও একাংশের আমলাদের বদান্যতায় উন্নয়ন থমকে পড়েছে৷  পিছিয়ে পড়া করবং জাতির লোকজনদের উন্নয়নে রাজ্য সরকার মুখ্য ভূমিকা নিলেও, একাংশ  আমলাদের কারণে সেই উন্নয়ন থমকে আছে৷ এদের উন্নয়নের জন্য খোয়াই জেলা শাসক থেকে শুরু করে, তেলিয়ামুড়া ব্লক ডেভলাপমেন্ট অফিসার সহ  মন্ত্রী পর্যন্ত পূর্ণচন্দ করবং পাড়ায় ছুটে গিয়েছিলেন বিগত কয়েক মাস পূর্বে৷ উদ্দেশ্য ছিল ১১ পরিবার করবং জাতিদের জন্য উন্নয়ন করা৷ ওই উন্নয়ন হিসেবে ১১ পরিবারের করবং জাতির লোকজনরা পানীয় জলের জন্য সরকারি ভাবে সাব মার্জিবল মেশিন বসিয়ে দেওয়া হয় এবং একটি করে সিনটেক্স দেওয়া হয়৷ এছাড়াও প্রতিটি পরিবারের আই উপার্জনের জন্য পশু দপ্তর থেকে  শূকর ছানা দিয়ে সহায়তা করা হয়েছিল৷ অন্যদিকে ওই সব পরিবার গুলির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়৷ সরকারিভাবে পাছেন এমজিএম রেগা প্রকল্পের কাজকর্ম  করবং জাতির লোকজনরা৷ তবে একটি  সূত্রে জানা গেছে ওই সব পরিবার গুলির উন্নয়নের জন্য প্রায় কোটি টাকার উপর বরাদ্দ করা হয়েছিল৷ অত্যন্ত পরিতাপের বিষয় সবকিছু উন্নয়ন ঠিকঠাক ভাবে হলেও পূর্ণচন্দ্র করবং পাড়ার বসবাসকারী করবং জাতির লোকজনদের যাতায়াতের জন্য একমাত্র রাস্তাটি ন্যূনতম সংস্কার করেও দেওয়া হয়নি বলে অভিযোগ৷ অপরদিকে এই এলাকায় পূর্ণচন্দ্র করবং পাড়া সিনিয়ার বেসিক বিদ্যালয় আছে৷ কিন্তু ওই বিদ্যালয়ের চারদিকে প্রাচীর দেওয়ার কাজ এখনো শুরু হয়নি৷