বারাণসী, ৩ ডিসেম্বর (হি.স.) : ‘কাশী তামিল সঙ্গম’-এ যোগ দিতে বারাণসী পৌঁছলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় মন্ত্রী শনিবার কেদার ঘাট, হনুমান ঘাটে প্রার্থনা করেন এবং গঙ্গা নদীতে নৌবিহার করেন। এর পরে শ্রী বিশালাক্ষী মন্দির, শ্রী কুমারস্বামী মঠ, কাশী নাট্টুকোট্টাই নাগারথর সাথিরাম, শ্রী চক্রলিঙ্গেশ্বর মট সহ শহরের তামিল অধ্যুষিত স্থানগুলিতে ভ্রমণ করেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও হনুমান ঘাটে তামিল মহাকবি ভারতিয়ার (সুব্রহ্মণ্য ভারতী) হনুমান ঘাটে পৌঁছান। এখানে তাঁর বাসভবন পরিদর্শন শেষে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।
কেন্দ্রীয় মন্ত্রী সন্ধ্যায় শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে প্রণাম করবেন। কেন্দ্রীয় মন্ত্রী আগামীকাল রবিবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ‘আইকেএস-এ স্থাপত্য এবং অন্যান্য ঐতিহ্যগত ফর্ম’ (ভারতীয় জ্ঞান ব্যবস্থা) একটি সেমিনারে যোগ দেবেন। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের আরেকটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। এর পরে, অর্থমন্ত্রী বিএইচইউতে ‘কাশী তামিল সঙ্গম’-এর অধীনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন।
প্রসঙ্গত, শুক্রবার গভীর সন্ধ্যায় বারেকা গেস্ট হাউসে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। এখানে বারেকার মহাব্যবস্থাপক অঞ্জলি গোয়েল তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান। বারেকায় রাত্রি বিশ্রামের পরে কেন্দ্রীয় মন্ত্রী শনিবার সকালে দর্শন ও পূজার জন্য শহরের উদ্দেশ্যে রওনা হন।

