কোচি, ৩ ডিসেম্বর (হি.স.) : জেদ্দা (সৌদি আরব) থেকে কোঝিকোড় (কেরল) যাওয়ার একটি স্পাইসজেট ফ্লাইট হাইড্রোলিক সিস্টেমে ত্রুটির খবর পাওয়া যাওয়ার পরে কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানবন্দরের এক মুখপাত্র শনিবার এ তথ্য জানিয়েছেন।
ছয়জন ক্রু সদস্য এবং ১৯৭ জন যাত্রী সহ মোট ২০৬ জন বিমানে ছিলেন। কোঝিকোড় বিমানবন্দরে অবতরণকারী স্পাইসজেট-এসজি ০৩৬ ফ্লাইটটি কোচির দিকে ঘুরিয়ে দেওয়ার পরে শুক্রবার সন্ধ্যা ৬.২৯ টায় এখানে বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। স্পাইসজেটের বি ৭৩৭-৮ মেক্স বিমানটি রাত ৯:১৯ মিনিটে নিরাপদে রানওয়েতে জরুরি অবতরণ করে।

