পটনা, ৩ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সবার জন্য অনুকরণীয় বলে মনে করেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, দেশকে যদি কাউকে অনুসরণ করতে হয়, কারো পদাঙ্ক অনুসরণ করতে হয়, তাহলে রাজেন্দ্রবাবুর চেয়ে ভালো আর কেউ হতে পারে না।
বিহার সফরে রয়েছে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শনিবার পটনার রাজভবনের সামনে রাজেন্দ্র চকে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের মূর্তির পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের প্রতি শ্রদ্ধা জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোবিন্দ বলেন, শুধু সাধারণ মানুষই নয়, রাজেন্দ্রবাবুর পর দেশের সব রাষ্ট্রপতির কাছে রাজেন্দ্রবাবু পূজনীয়। তিনি বলেন, রাজেন্দ্রবাবু তাঁর কাছে পূজনীয়। ভারতীয়দের যদি কাউকে অনুসরণ করা উচিত, তবে তিনি হলেন দেশের প্রথম রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ।