বটতলা বাজার পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ সম্প্রতি রাজধানীর বটতলা এলাকায় আগরতলা পুর নিগমের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়৷ বেআইনি ভাবে জায়গা দখল করে নির্মাণ করা দোকান গুলি ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়৷ শনিবার সেই এলাকা গুলি পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার৷ গোটা এলাকাটি ঘুরে দেখার পর নিগমের মেয়র দিপক মজুমদার জানান বটতলা এলাকা থেকে কালাপানিয়ার মূল ড্রেন পর্যন্ত একটি ড্রেইন নির্মাণ করা হবে৷ কিছু দিনের মধ্যে ড্রেইন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে৷ ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে৷ বটতলা এলাকায় মাঝ রাস্তায় জল জমার যে সমস্যা রয়েছে ড্রেইন নির্মাণের ফলে সেই সমস্যা আর থাকবে না বলে জানান নিগমের মেয়র দিপক মজুমদার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *