গোধরা মামলায় দোষী সাব্যস্তদের মুক্তির বিষয়ে নমনীয়তা নয় গুজরাট সরকার

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.) : গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনায় দোষী সাব্যস্ত আসামীদের মুক্তির বিষয়ে কোনওরকম নমনীয়তা দেখাবে না গুজরাট সরকার। সুপ্রিম কোর্টে গুজরাট প্রশাসনের এই অবস্থান স্পষ্ট করে দিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। সাজাপ্রাপ্তদের অনেকেই সতেরো-আঠারো বছর জেলে আছেন।

তাদের মধ্যে অনেকেই জামিনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন। ২০১৮ সাল থেকে সেই আবেদনের নিষ্পত্তি হয়নি। এই প্রেক্ষিতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বধীন দুই সদস্যের বেঞ্চ দোষী সাব্যস্তদের মুক্তির বিষয়টি খতিয়ে দেখার কথা বলে। দুই বিচারপতির পর্যবেক্ষণ, যাঁরা ট্রেনে পাথর ছোড়ায় অভিযুক্ত, তাঁদেরও অনেকে প্রায় দুই দশক জেল খেটে ফেলেছেন।
কিন্তু সলিসিটর জেনারেল আদালতকে জানান, বিষয়টিকে শুধু পাথর ছো়ড়ায় মধ্যে ফেললে ভুল করা হবে। এ ক্ষেত্রে তাঁর যু্ক্তি, ট্রেনের জ্বলন্ত কামরা থেকে যাত্রীরা যাতে বেরোতে না পারেন, তা নিশ্চিত করতেই পাথর ছোড়া হয়েছিল। অবশ্য সাজাপ্রাপ্তদের অপরাধের বিষয় খতিয়ে দেখে তাদের মুক্তির বিষয়টি আলাদা ভাবে বিচার বিবেচনা করারও আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *