কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : গীতা জয়ন্তী উপলক্ষে কলকাতার বাগবাজারে অবস্থিত গৌড়ীয় মঠে প্রায় ৫০০ জন একসঙ্গে বসে গীতা পাঠ করবেন। এই প্রথমবার এত বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে গীতা পাঠ করবেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অখিল ভারতীয় প্রবুদ্ধ মঞ্চের বেঙ্গল ইউনিট প্রজ্ঞা প্রবাহের পূর্বাঞ্চলীয় প্রধান ড. আনন্দ পান্ডে শনিবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন।
তিনি “হিন্দুস্থান সমাচার” কে বলেন, অনুষ্ঠানটি সংস্কৃত ভারতীর গীতা শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। রবিবার দুপুর ২টো থেকে গীতা পাঠের আয়োজন করা হবে। এতে কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলার লোকেরাও উপস্থিত থাকবেন। সেখানে সব বয়সের নারী, পুরুষ এবং সমাজের প্রতিটি স্তরের মানুষ উপস্থিত থাকবে। ডাঃ পান্ডে আরও বলেছন, গীতা হল ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সবচেয়ে বড় ঐতিহ্য। গীতার পাঠ তরুণ প্রজন্মকে সনাতনী মূল্যবোধ স্থিতিশীলভাবে বোঝানোর পাশাপাশি তাদের জীবন সংগ্রামের মধ্যেও লক্ষ্যের প্রতি দৃঢ়প্রতিজ্ঞ হতে শেখাবে।