বিধানসভা নির্বাচনের লক্ষ্যে পশ্চিম থানায় সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷  শুক্রবার রাজধানীর পশ্চিম আগরতলা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রেখে কোন ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শুক্রবার রাজধানীর পশ্চিম আগরতলা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ এইদিনের বৈঠকে মহকুমা পুলিশ আধিকারিক বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলেন৷ বৈঠক শেষে সদর মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান, সামনে বিধানসভা নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের অশান্তি যেন না ঘটে তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করা হয়েছে৷ বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত দে এবং পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি৷