বিজেপির জাতীয় মুখপাত্র হলেন জয়বীর, জাতীয় কাযনির্বাহী সদস্য অমরিন্দর সিং

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র জয়বীর শেরগিলকে বিজেপির জাতীয় মুখপাত্র নিযুক্ত করা হয়েছে। পাশাপাশি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং প্রাক্তন সাংসদ সুনীল জাখরকে জাতীয় কার্যনির্বাহী সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে। শুক্রবার বিজেপির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এছাড়াও জাতীয় কার্যনির্বাহী সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে স্বতন্ত্রদেব সিংকে। বিশেষ আমন্ত্রিত জাতীয় কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ৫ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন মদন কৌশিক প্রমুখ।