মুম্বই, ১ ডিসেম্বর (হি.স.) : মহারাষ্ট্রে শীঘ্রই অভিন্ন দেওয়ানী বিধি লাগু করা হবে বলে বৃহস্পতিবার জানিয়েছেন উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস । তবে মুখ্যমন্ত্রীই তা ঘোষণা করবেন।
এদিন দেবেন্দ্র ফড়নবীস সাংবাদিকদের বলেন, দেশের সমস্ত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত রাজ্যকে অভিন্ন সিভিল কোড আইন প্রয়োগ করতে বলেছেন। সেজন্য সব রাজ্যকেই এই বিষয়ে কোনও না কোনও সময় সিদ্ধান্ত নিতে হবে। সমস্ত রাজ্য তাদের সুবিধামত এটি বাস্তবায়ন করছে। মহারাষ্ট্রেও এটি কার্যকর করার কথা ভাবা হচ্ছে।
দেবেন্দ্র ফড়নবীস বলেন, গোয়াতে অভিন্ন সিভিল কোড কার্যকর করা হয়েছে এবং এটি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং গুজরাটে প্রয়োগ করা হবে। মহারাষ্ট্রেও এর বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এটি ঘোষণা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী ।