বিশ্ব এইডস দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতার র্যালী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷  ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস৷ বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত সুকলের মাঠ থেকে এক সচেতনতা মূলক র্যালীর আয়োজন করা হয়৷ ত্রিপুরা স্টেটস এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এইদিনের র্যালীর সুচনা করা হয়৷ র্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু, বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক, জিমন্যাস্ট দীপা কর্মকার সহ অন্যান্যরা৷ এইদিন প্রথমে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিষ বসু৷ পরবর্তী সময় উপস্থিত অতিথিরা সকলে মিলে র্যালীর সুচনা করেন৷ র্যালীতে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে৷ র্যালীটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷