মোহালি, ৩১ অক্টোবর (হি.স.): স্বচ্ছতা নিয়ে জন-আন্দোলন হওয়া উচিত এবং যুব সমাজের সক্রিয় অংশগ্রহণেই তা সম্ভব। বললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সোমবার পঞ্জাবের মোহালিতে আইআইএসইআর-এ ‘স্বচ্ছ ভারত ২.০’ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, স্বচ্ছতা নিয়ে জন-আন্দোলন হওয়া উচিত এবং যুবসমাজের অংশগ্রহণেই তা সম্ভব।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু করা ‘স্বচ্ছ ভারত’ অভিযানের প্রভাব দেশের যুবসমাজ ও শিশুদের মধ্যে দেখা যায়। আজকাল শিশুরা তাঁদের বাবা-মাকে রাস্তায় ময়লা ফেলতে বাধা দেয়।”
এদিকে, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পঞ্জাব ও দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অনুরাগ ঠাকুর বলেছেন, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড ও গোয়ার মতো হিমাচল প্রদেশ এবং গুজরাটেও আমরা সরকার গঠন করব। আপ-এর উচিত পঞ্জাবে নিজেদের (সরকার) দিকে নজর দেওয়া। পঞ্জাবে দুর্নীতি চরমে। তাঁদের দিল্লির স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির কারণে জেলে রয়েছেন এবং অরবিন্দ কেজরিওয়াল আবগারি কেলেঙ্কারিতে জড়িত।