চাকরীর দাবীতে প্রশিক্ষিত নার্সদের মহাকরণ অভিযান রুখে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ অল ত্রিপুরা আনএমপ্লয়েড এএনএম, এমপিডব্লিও এবং স্টাফ নার্সদের পক্ষ থেকে সোমবার নিয়োগের দাবিতে মহাকরণ অভিযান সংগঠিত করা হয়৷
 মূলত স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে নিয়োগের দাবি নিয়ে সাক্ষাৎ করার উদ্দেশ্যেই এই কর্মসূচী নেয় তারা৷ দীর্ঘ দিন ধরে নিয়োগ নিয়ে কোন সদুত্তর না মেলায় এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান তারা৷ এদিন গুর্খাবস্তী থেকে র্যালী সংগঠিত করে ত্রিপুরা আনএমপ্লয়েড এএনএম, এমপিডব্লিও এবং স্টাফ নার্সদের৷ মহাকরণের দিকে এগুতে চাইলে পুলিশ তাদের গতি আটকায়৷ কিন্তু পুলিশি বাঁধাকে উপেক্ষা করে ফের এগুতে চাইলে মহাকরণ সংলগ্ণ এলাকায় তাদের বাঁধা দেয় পুলিশ৷ পরে গ্রেপ্তার করা হযত্রিপুরা আনএমপ্লয়েড এএনএম, এমপিডব্লিও এবং স্টাফ নার্সদের৷  এতে পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তিতে জড়িয়ে পরে আন্দোলনকারীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *