নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): দেশকে অখণ্ড রাখার জন্য দেশ-বিরোধী শক্তির প্রচেষ্টা নস্যাৎ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ‘রাষ্ট্রীয় একতা দিবসে’ লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছে, সর্দার বল্লভভাই প্যাটেল তাঁর দূরদৃষ্টি দিয়ে একটি শক্তিশালী এবং অখণ্ড ভারতের স্বপ্ন দেখেছিলেন, ভারত-বিরোধী শক্তির দ্বারা দেশকে বিভক্ত রাখার চেষ্টা সত্ত্বেও।
রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে এদিন সকালে নতুন দিল্লির ন্যাশনাল স্টেডিয়াম (মেজর ধ্যানচাঁদ স্টেডিয়াম) থেকে ‘একতার জন্য দৌড়’-এর সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরে সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি প্রমুখ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন নিজের ভাষণে বলেছেন, কয়েক বছর ধরে সর্দার প্যাটেলের উত্তরাধিকার মুছে ফেলার জন্য প্রচেষ্টা সত্ত্বেও, ভারতের মানুষ তাঁকে অখণ্ড ভারত তৈরিতে বিশাল অবদানের জন্য কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৭ তম জন্মবার্ষিকী স্মরণে ‘একতার জন্য দৌড়’-এর সূচনা করে একথা বলেছেন অমিত শাহ।