ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানালেন কংগ্রেস সভাপতি খাড়গে, সোনিয়া, রাহুল

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন সকালে ইন্দিরা গান্ধীর ৩৮তম মৃত্যুবার্ষিকীতে শক্তি স্থলে পৌঁছে শ্রদ্ধা নিবেদন করেন উভয় নেতা কর্মীদের নিয়ে।খাড়গে টুইট করেছেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে তাঁর মৃত্যুবার্ষিকীতে প্রণাম । খাড়গে বলেন, কৃষি, অর্থনীতি বা সামরিক শক্তিই হোক, ভারতকে একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর অবদান অতুলনীয়।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারত জোড়ো যাত্রার সময় ইন্দিরা গান্ধীকে স্মরণ করে টুইট করেছেন, তিনি তাঁর ঠাকুমা ইন্দিরার ভালবাসা এবং মূল্যবোধ দুটিই তাঁর হৃদয়ে বহন করছেন। রাহুল বলেন, ইন্দিরা গান্ধী দেশের জন্য তাঁর জীবন বিসর্জন দিয়েছিলেন। প্রসঙ্গত, ১৯৮৪ সালের ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীকে বাসভবনে হত্যা করা হয়েছিল।