ফাঁসি লেগে আত্মঘাতী সাতান্ন বর্ষীয়া এক মহিলা৷

সোমবার সাত সকালে উওর জেলার পানিসাগর থানাধীন পুর্ব রৌয়া গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের নয়দ্রোন এলাকার নিজ ঘর থেকে সবিতা দাস নামের এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গেছে, নয়দ্রোন এলাকার বাসিন্দা সাধন দাসের স্ত্রী সাতান্ন বর্ষিয়া সবিতা দাস বিগত কিছু দিন যাবৎ শারিরীক ও মানুষিক অবসাদগ্রস্ত অবস্থায় ভুগছিলেন৷ তিনি বিগত কয়েকদিন যাবৎ কিছুটা মানুষিক ভারসাম্যহীন হয়ে পড়েন বলে পরিবার সূত্রে জানা যায়৷তাই পরিবারের ধারনা, মানুষিক অবসাদ থেকেই মস্তিষ্ক বিকৃতি ঘটার ফলে গলায় ফাঁসি দিয়ে আত্মঘাতী হয়েছেন৷ এদিন প্রাত ভোরে ছেলের বউ শাশুড়ির ঝুলন্ত মৃতদেহ পত্যক্ষ করলে চিৎকার করাতে পরিবারের লোকজনেরা ছুটে আসে এবং খবর পাটানো হয় পানিসাগর থানায়৷খবর পেয়ে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পানিসাগর মহকুমা হাসপাতালের মর্গে নিয়ে আসে৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করলেও এই মৃত্যুর আসল রহস্য উন্মোচনে তৎপর রয়েছে পুলিশ৷ এদিন বিকেলে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেয় পুলিশ৷গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *