বিজেপি ও তৃণমূল ছাড়লেন ৪৯ জন, যোগ দিলেন কংগ্রেসে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷সোমবার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়৷ যোগদান সভায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট ৪৯ জন কর্মী সমর্থক কংগ্রেসের যোগদান করেন৷ তাদের মধ্যে অধিকাংশই ২০১৮ আগে কংগ্রেসের কর্মী ছিলেন৷ বর্তমানে তারা অন্যান্য রাজনৈতিক দলের উপর থেকে আস্থা হারিয়ে পুনরায় কংগ্রেসে যোগদান করেছেন৷ তাদের দলে স্বাগত জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন৷ প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা জানান, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসের যোগদান করেছে তারা৷ আগামী দিনে রাজ্যের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন৷ তিনি আরো বলেন ত্রিপুরা রাজ্যে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে জাতীয় কংগ্রেসের আদর্শ নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ দায়িত্ব পালন করে চলেছে৷ মূল উদ্দেশ্য হলো অপশাসক থেকে ত্রিপুরাকে মুক্ত করা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *