হরিদ্বার, ৩০ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ড স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) শনিবার হরিদ্বার জেলার ভগবানপুর থানার অন্তর্গত দাদা জালালপুর গ্রামে জাল ওষুধের একটি কারখানায় অভিযান চালায়।
এসটিএফ-র এসএসপি অজয় সিং জানান, খালিদ হুসেনের বাড়ি থেকে প্রচুর পরিমাণে জাল ওষুধ তৈরির মেশিন, তিনটি জাল ওষুধের বাক্স, ৩১৬০টি ওষুধ, জাল মোড়ক এবং নকল ওষুধের কারখানায় কাঁচামাল উদ্ধার করেছে।
তিনি বলেন, সারওয়ান কুমার ও রবি মিশ্র নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রধান অভিযুক্ত খালিদ ও তার স্ত্রী শামা আনসারি পলাতক। জায়গাটি ড্রাগ ইন্সপেক্টর এবং এসডিএম রুরকি সিল করা হয়েছে।