গুজরাটে বিজেপির কোনও এজেন্ডা নেই, দিল্লি ও পঞ্জাবকে দেখে মানুষ পরিবর্তন চাইছেন : কেজরিওয়াল

সুরাট, ২৯ অক্টোবর (হি.স.): গুজরাটে বিজেপির কোনও এজেন্ডা নেই। তাহলে মানুষ কেন বিজেপিকে ভোট দেবে? প্রশ্ন তুললেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়াল দাবি করেছেন, দিল্লি ও পঞ্জাবকে দেখে গুজরাটের জনগণ এখানেও পরিবর্তন চাইছেন।

শনিবার গুজরাটের সুরাটে এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, ২৭ বছরের শাসনের পরেও, গোনার মত কোনও কাজ নেই বিজেপির। শুধুমাত্র একটাই কাজ রয়েছে, আর তা হল আপ-কে গালাগালি করা। বিজেপির কোনও এজেন্ডা নেই, মুদ্রাস্ফীতি ও বেকারত্বে জর্জরিত মানুষ। দিল্লি-পঞ্জাবের কাজ দেখে মানুষ এখানেও পরিবর্তন চাইছেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী কে হবেন, তা জনগণের ওপর ছেড়ে দিয়েছেন কেজরিওয়াল। সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, গুজরাটের জনগণ যে কোনও নাম দিতে পারেন। ️হয় কোন আপ নেতার নাম বলুন, ️অথবা গুজরাটের কোনও সমাজকর্মীর নাম বলুন যাকে আমরা মুখ্যমন্ত্রী প্রার্থী করব, যার সঙ্গে সমগ্র পুরো গুজরাট যুক্ত রয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার লোভে কেউ আপ-এ আসেন না।”

বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে কেজরিয়াল বলেছেন, গণতন্ত্রে জনগণই ঠিক করেন কে মুখ্যমন্ত্রী হবেন। অথচ তাঁরা দিল্লিতে বসে মুখ্যমন্ত্রী বদলাতে থাকে। বিজয় রূপানির পরিবর্তে ভূপেন্দ্র প্যাটেলকে আনা হয়েছে । বিজয় রূপানি কি দুর্নীতিবাজ ছিলেন? পঞ্জাবে আমরা জনগণকে জিজ্ঞেস করেছিলাম কে হবেন মুখ্যমন্ত্রী? মানুষ ভগবন্ত মানকে বেছে নিয়েছেন।