নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): স্মার্ট প্রযুক্তিই আইনশৃঙ্খলাকে স্মার্ট করা সম্ভব করবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রীদের ‘চিন্তন শিবির’-এ অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “সাইবার অপরাধ হোক অথবা অস্ত্র ও মাদক চোরাচালানে ড্রোন প্রযুক্তির ব্যবহার, এ জন্য আমাদের নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে যেতে হবে। স্মার্ট প্রযুক্তি আইনশৃঙ্খলাকে স্মার্ট করা সম্ভব করবে।”
শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হরিয়ানার সুরজকুন্ডে আয়োজিত রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের ‘চিন্তন শিবির’-এ অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ‘চিন্তন শিবির’-এ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আইনশৃঙ্খলা বজায় রাখা দিন-রাত সব সময়ের কাজ। কিন্তু যে কোনও কাজে এটাও প্রয়োজন যে আমরা ক্রমাগত প্রক্রিয়াগুলো উন্নত করতে থাকি, আসুন তা আধুনিকায়ন করি। বিগত বছরগুলিতে কেন্দ্রীয় সরকার যে আইন তৈরি করেছে তাও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে শক্তিশালী করেছে। সন্ত্রাস হোক, হাওয়ালা নেটওয়ার্ক হোক অথবা দুর্নীতি। দেশ এক্ষেত্রে অভূতপূর্ব শক্তি দেখিয়েছে, মানুষ বিশ্বাস করতে শুরু করেছে।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “কখনও কখনও কেন্দ্রীয় সংস্থাগুলিকে অনেক রাজ্যে একইসঙ্গে তদন্ত করতে হয়, অন্য দেশেও যেতে হয়, তাই এটি একটি রাজ্যের সংস্থা হোক অথবা কেন্দ্রীয় সংস্থা, প্রতিটি রাজ্যেরই দায়িত্ব। সকল সংস্থাকে একে অপরকে পূর্ণ সহযোগিতা করতে হবে।”