ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। তুলে দেওয়া হলো সংশাপত্র। ৬ জুডোকারের হাতে। বিশ্ব জুডো দিবসে। শুক্রবার। বিবেকানন্দ জুডো সেন্টারে। এদিন ঘটা করেই বিশ্ব জুডো দিবস পালন করা হয় সেন্টারে। উপস্থিত ছিলেন কোচ সহ জুডোকাররা। শুরুতেই জুডোর রূপকারের ছবিতে পুষ্পস্তবক দেওয়া হয়। জুডো দিবসের তাৎপর্য ব্যাখ্যা করা হয়। শেষে ওই সেন্টার থেকে গেলো আগস্ট মাসে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র আসরে অংশ নেওয়া জুডোকারদের হাতে তুলে দেওয়া হয় সংশাপত্র। জুডোকাররা হলেন লুমেতা দাস, পূজা পাল, নাজমা আক্তার, সুমন দেবনাথ, মৃণাল ভৌমিক এবং কৌশিক বল।
2022-10-28