ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর।। প্রথম দিনই নজর কেড়ে নিলেন দ্বীপজয় দেব এবং রাজদীপ দত্ত। তিনদিন ব্যাপী অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচ শুরু হয় শুক্রবার থেকে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শুরু হয় প্রস্তুতি ম্যাচটি। তাতে প্রথম দিনে ব্যাট হাতে দ্বীপজয় এবং বল হাতে রাজদীপ সকলের নজর কেড়ে নেন। এছাড়া অর্কজিৎ দাস, দুর্লব রায় এবং দেবরাজ দে কিছুটা হলেও নজর কেড়ে নিয়েছেন। শুক্রবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে টিম ‘এ’ ৬৩.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২২৬ রান করে। একমাত্র দ্বীপজয় ছাড়া দলের কোনও ব্যাটসম্যানকে উইকেটে টিকে থাকার দিকে নজর দিতে দেখা যায়নি। দ্বীপজয় ১৫১ বল খেলে ১২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৮২ রান করেন। এছাড়া দলের পক্ষে দুর্লব রায় ৬৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩৭, অর্কজিৎ দাস ২৪ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ এবং দেবরাজ দে ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। টিম ‘বি’র পক্ষে রাজদ্বীপ দত্ত (৪/২৬), দ্বীপতনু চক্রবর্তী (২/২৯) এবং অর্কদ্যোতি দেব (২/৩৪) সফল বোলার। জবাবে খেলতে নেমে প্রথম দিনের শেষে টিম ‘বি’ ১৬ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে ৫৭ রান করে। প্রীতম দাস ৪৪ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রানে এবং আরমান হুসেন ৫৩ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রানে অপরাজিত থেকে যান।
2022-10-28