হাইলাকান্দি (অসম), ২৮ অক্টোবর (হি.স.) : মিঞা সংস্কৃতিতে এবার তীব্র আপত্তি জানিয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি, দক্ষতা বিকাশ ও উদ্যোগ এবং পৰ্যটন দফতরের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। মিঞা সংস্কৃতি মানে, প্রব্রজনকারীদের সংস্কৃতি বলে মনে করেন তিনি।
আজ শুক্রবার হাইলাকান্দিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বরুয়া মিঞা মিউজিয়াম প্রসঙ্গে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি কোনও রাখঢাক না করে বলেন, ‘মিঞা শব্দের মানে হচ্ছে প্ৰব্ৰজনকারী বা আগ্ৰাসনকারী’। বিভিন্ন সময় পূৰ্বপাকিস্তান অধুনা বাংলাদেশ থেকে অসমে প্ৰব্ৰজন করেছিল যারা, অসমিয়ারা তাদেরকে মিঞা বলে আখ্যায়িত করেছিলেন। যারফলে অসমে মিঞা সংস্কৃতি রক্ষণাবেক্ষণের কোনও প্রশ্নই ওঠে না, সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া।
মিঞা সংস্কৃতি নয়, অসমে অসমিয়া সংস্কৃতির রক্ষণাবেক্ষণ দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন মন্ত্রী। শুক্রবার হাইলাকান্দিতে মাইক্ৰো ফিনান্সের দ্বিতীয় দফার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি।
মন্ত্রী বরুয়া আরও বলেন, আগ্ৰাসনকারীদের মিউজিয়াম বানানোর প্রশ্নই ওঠে না। এ কথা যারা ভাবে এবং যারা তা সমর্থন করছে তারা অসমিয়া জাতির জন্য ভয়াবহ সমস্যা বলে মন্ত্রী মনে করেন।
এছাড়া বিধায়ক শেরমান আলির মিঞা মিউজিয়াম সম্পর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। তাঁর মতে, শেরমান আলির মতো ব্যক্তিকে বিধায়ক নিৰ্বাচিত করা অসমিয়া জাতির জন্য ভুল ছিল।