বাড়ির ছাদে পাকিস্তানের পতাকা তুলে গ্রেফতার ছত্তীসগঢ়ের প্রৌঢ়

রায়পুর, ২৮ অক্টোবর (হি.স.) : বাড়ির ছাদে পাকিস্তানের জাতীয় পতাকা তুলে গ্রেফতার হলেন ছত্তীসগঢ়ের এক ব্যক্তি । ছত্তীসগঢ়ের সরণগড়-ভিলাইগড় জেলার সারিয়া শহরের অটল চকের ঘটনা। ধৃত ব্যক্তির নাম মুস্তাক খান (৫২) । পতাকাটি বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দেশের পাতাক লাগানোকে ভাল ভাবে দেখেননি ছত্তীসগঢ়ের সরণগড়-ভিলাইগড় জেলায় রয়েছে সারিয়া শহরের অটল চক এলাকার মানুষ। তাঁরা খবর দেন স্থানীয় প্রশাসনকে। অটল চকে নিজের বাড়ির ছাদে টাঙিয়েছিলেন পাকিস্তানের পতাকা ৫২ বছরের নাম মুস্তাক খান। তা নজরে আসতেই স্থানীয়রা খবর দিয়েছিলেন পুলিশকে। পুলিশ এসে দেখেন পতপত করে ওই ব্য়ক্তির বাড়ির ছাদে উড়ছে পতাকা। এর পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি এক জন ফল বিক্রেতা।
পুলিশ গিয়ে ওই ব্যক্তির বাড়ির ছাদ থেকে পাকিস্তানের পতাকা সরিয়ে ফেলে। সেই পতাকা বাজেয়াপ্তও করেছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনা কথা জানাজানি হতেই ক্ষোভ ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় কিছু বিজেপি নেতা ওই ব্যক্তির বিরুদ্ধে দেশদ্রোহী আইনে মামলা করার দাবি জানিয়ে বিক্ষোভ দেখায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *