নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.): ছট পুজোর জন্য যমুনা নদীর ঘাট পরিদর্শন করতে গিয়ে দিল্লি জল বোর্ডের আধিকারিকদের উদ্দেশে কু-শব্দ ব্যবহার করলেন বিজেপি সাংসদ পরভেশ বর্মা। একটি ভিডিওতে দেখা যায়, দিল্লি জল বোর্ডের আধিকারিকদের উদ্দেশ্যে অনভিপ্রেত শব্দ ব্যবহার করেছেন তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে পরভেশ বর্মা বলেছেন, আমি বারবার তাদের যমুনা নদীতে রাসায়নিক না ফেলতে বলেছি। এ ব্যাপারে আধিকারিকরা আমার কথা শুনলে কী আমি রাগ করতাম? দিল্লির জনগণের স্বার্থে যদি আমাকে এভাবে কথা বলতে হয়, তাহলে আমার কোনও সমস্যা নেই, এটা ঠিক।
বিজেপি সাংসদ পি বর্মা আরও বলেছেন, আজ যমুনার কাছে ছট ঘাট পরিদর্শন করার সময়, আমরা সেখানে বিষাক্ত রাসায়নিকযুক্ত পাত্র পেয়েছি। এই রাসায়নিক নদীতে ফেলা হবে। সেখানে উপস্থিত আধিকারিকদের জিজ্ঞাসা করা হয়েছিল যে মানুষের ক্ষতির জন্য কে দায়ী হবে!