আগরতলা, ২৮ অক্টোবর : জল জীবন মিশনে এখন পর্যন্ত রাজ্যের গ্রামীণ এলাকায় ৪,০৩,৮৯৯টি বাড়িতে পাইপলাইনে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এই মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় ১ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ১,৬১০টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এরমধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ৮৪টি, ঊনকোটি জেলায় ১৩৮টি, ধলাই জেলায় ৬৪টি, খোয়াই জেলায় ১৩টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ৩৯৯টি, সিপাহীজলা জেলায় ৩৯১টি, গোমতী জেলায় ২৪৯টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ২৭২টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানান।
2022-10-28