করিমগঞ্জ (অসম), ২৭ অক্টোবর (হি.স.) : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জেলা করিমগঞ্জে রমরমা মাদকদ্রব্যের বাণিজ্য চলছে। আজ বৃহস্পতিবার ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড়সড় সাফল্য পেয়েছে করিমগঞ্জ পুলিশ। পুলিশি অভিযানে বাজেয়াপ্ত হয়েছে প্রায় চার কোটি টাকার হেরোইন। এর সঙ্গে আটক করা হয়েছে তিন মাদক কারবারিকে। ধৃতদের নিলামবাজার থানাধীন বালিয়া এলাকার প্রয়াত আতাউর রহমানের ছেলে ইসলাম উদ্দিন, প্রয়াত খলিলুর রহমানের ছেলে হুসেন আহমেদ এবং বদরপুর থানাধীন শেরালিপুর গ্রামের প্রয়াত রজব আলির ছেলে আব্দুল লতিফ বলে শনাক্ত করা হয়েছে।
করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ দুপুরের দিকে বদরপুরে জাতীয় সড়কে এএস ১০ ডি ৭৩২০ নম্বরের একটি অল্টো কারের গতি রোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশিতে প্রায় চার কোটি টাকার ৬২১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। হেরোইনগুলি ৪৮টি সাবান কেসে করে পাচার করার পরিকল্পনা ছিল তাদের।
পুলিশ ওই তিন মাদক কারবারিকে আটক করেছে। ইসলাম উদ্দিন এবং হুসেন আহমেদ ছাড়া আটক তৃতীয় ব্যক্তি আব্দুল লতিফের দাবি অনুযায়ী তিনি গাড়ির যাত্রী হিসেবে ছিলেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃত তিনজনের মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস আরও জানান, হেরোইনগুলি মায়ানমার থেকে মিজোরাম হয়ে এসেছে। এগুলি করিমগঞ্জের নিলামবাজার থানার এলাকার বালিয়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্দেশ্য ছিল, বাংলাদেশে পাচার করা।