শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.): নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে জঙ্গি-অনুপ্রবেশের চেষ্টা ফের রুখে দিল সুরক্ষা বাহিনী। শুধু রুখে দেওয়াই নয়, এক পাকিস্তানি জঙ্গিকে নিকেশও করেছে নিরাপত্তা বাহিনী। ওই জঙ্গিদের দেশের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বুধবার কুপওয়ারা জেলার নিয়ন্ত্রণরেখায় কারনাহ সেক্টরের সুদপোরা এলাকা থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা।
সতর্ক ছিল ভারতীয় সুরক্ষা বাহিনী, নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের গতিবিধি দেখতে পাওয়া মাত্রই জওয়ানরা গুলি চালান। জঙ্গিরাও গুলি চালায়, দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ে নিকেশ হয়েছে এক পাকিস্তানি জঙ্গি। ঘটনাস্থল থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।