খোয়াইয়ে ধলাবিলে রাস্তা নির্মাণে ব্যবহৃত সরকারী ইট হাপি, অভিযোগ শাসক দলের নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ পঞ্চায়েতের রাস্তার ইট, মাটি সাবাড় করে দিচ্ছে বুথ স্তরের স্থানীয় এক নেতা৷ এমন অভিযোগ উঠলো গ্রামবাসীদের তরফে৷ যদিও ইট হাফিজ করে দেওয়ার পর মাটি সবটা সাবাড় করে দিতে পারেননি ঐ বুথ নেতা৷ গ্রামের মানুষের সমস্বরে প্রতিবাদে পিছু হটে আপাততঃ রণে ভংগ দিয়েছেন তিনি৷ নিজের গ্রামের মানুষের ভয় তাড়া করে বেড়াচ্ছে বুথের নেতাকে৷ তাই আপাততঃ বাড়ী ছেড়ে কোথাও নাকি লুকিয়েছেন বুথের ঐ নেতাবাবু৷ ঘটনাস্থল খোয়াই ব্লকের ধলাবিল পঞ্চায়েত এলাকায়৷ ঘটনা হলো, খোয়াই ব্লকের বাগান পঞ্চায়েতের একটি ইট সোলিং গ্রামীণ রাস্তা ছিল অনেকদিন আগে থেকেই৷ বেশ পুরোনো রাস্তা৷ খোয়াই চা বাগানের ভেতর দিয়ে এসে ইট সোলিং করা রাস্তাটি ধলাবিল চৌমুহনী- লালটিলা রাস্তায় গিয়ে মিশেছে৷ আবার নির্মাণাধীন ১০৮বি জাতীয় সড়ক সরাসরি ক্রশ করে পঞ্চায়েতের ইটের রাস্তাটি ধলাবিল চৌমুহনীতে গিয়ে লেগেছে৷ অভিযোগ উঠেছে যে, ধলাবিলের সরকার পাড়া এলাকার জনৈক শাসকদলীয় স্থানীয় বুথ নেতা নাকি পঞ্চায়েতের রাস্তার কমকরেও দশ বিশ হাজার ইট তুলে নিজের বাড়িতে নিয়ে গেছেন সম্প্রতি৷ সরকারী দলের বুথ স্তরের নেতা হওয়ার সুবাদে গ্রামের মানুষ সব জেনেশুনেও মুখে কুলুপ এঁটে বসে আছেন ঘরে৷ কারণ মডেল স্টেটের হীরার রাজত্বে চুরির প্রতিবাদ করাটা অন্যায়৷ আর সেই চোর যদি হয় শাসকপক্ষের কেউ, তাহলে তো হয়েই গেল৷ কিন্তু সহ্যের তো একটা সীমা থাকে৷ তা অতিক্রম করলেই তো সামনে সমূহ বিপদ৷আর ধলাবিলের সরকারপাড়ার সেই বুথ নেতার ক্ষেত্রেও সেরকমই কিছু একটা ঘটলো৷ রাস্তার দশ বিশ হাজার ইট তুলে নিয়ে যাওয়ার পর এবার ঐ নেতাবাবু রাস্তার মাটিও সাবাড় করে দিতে চাইলেন৷ আর তাতেই লেগে গেল বিপত্তি৷ নতুন জাতীয় সড়ক থেকে পঞ্চায়েতের রাস্তাটি অনেকটা উপরে৷ মাটি কেটে উঁচু অংশটি নামিয়ে নেয়৷ ড্রজার দিয়ে কেটে পনেরো কুড়ি গাড়ি মাটি কেটে যখন বাড়ীতে স্তুপ করে রাখার কাজ শেষ, তখনই ধৈর্যের বাঁধ ভেঙে যায় গ্রামবাসীদের৷ সম্মিলিতভাবে প্রতিবাদে নামেন তারা৷ ভাড়া করা ড্রজার আটকে রাখেন তারা৷
খোঁজ পড়ে ঐ বুথ নেতার৷খবর পাঠানো হয় বাড়ীতে৷ডেকে পাঠান গ্রামের মানুষ৷কিন্তু তার আগেই পগারপার ঐ নেতাবাবু৷সমূহ বিপদের আঁচ পেয়েই মানে মানে কেটে পড়েন বুথের নেতা৷আপাততঃ লুকিয়েছেন কোথাও৷গ্রামের মানুষ বলছেন, ড্রজার গাড়ির চালককে জিজ্ঞাসা করে কে মাটি কাটাচ্ছে৷ তখন সময় চালক বলেন শাসক দলীয় ওই স্থানীয় বুথ নেতার নাম৷ এলাকাবাসী স্থানীয় ঐ নেতাকে ফোন করে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি রাস্তাটি সারিয়ে দিচ্ছি এলাকাবাসী চলাচলের সুবিধার জন্য৷ এমনটাই অভিযোগ এলাকাবাসীর৷ এলাকাবাসী বলেন, সরকারি রাস্তা কাজ করবেন তো পঞ্চায়েত বা ব্লক বা সমিতি৷কতদিন আর গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াবে বুথ নেতা৷সুদে আসলে ওশুল করে ছাড়বো৷ চুরি করা ইট আর মাটি ফেরত দেওয়া ছাড়া আর রক্ষে নেই নেতার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *