পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর (হি. স.) : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। অভিযোগের তির স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বিক্ষুব্ধরা তাঁর বাড়িতে ভাঙচুরও চালায়। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার জামকুণ্ডা এলাকায়।
বুধবার সকালে কোতুয়ালি থানার অন্তর্গত এই গ্রামেরই একটি পুকুরে নেমেছিলেন ওই দম্পতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুকুরটি স্থানীয় পঞ্চায়েত সদস্য সৈয়দ আলির। মৃতদের নাম বাপি মান্ডি (৩৫) ও মুগলি মান্ডি (৩০)। এদিন তাঁরা কেন পুকুরে নেমেছিলেন, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে সেখানে পা রাখতেই ঘটে বিপত্তি। কারণ ওই পুকুরে মাছ চাষ করায় ইলেকট্রিক তার লাগানো ছিল। যা জানতেন না ওই দম্পতি। ফলে পুকুরের জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান দু’জনে। আর এই ঘটনাকে ঘিরেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।
মর্মান্তিক এই দুর্ঘটনার পরে মৃতদের দেহ আটকে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। অভিযুক্ত নেতার বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। খড়গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত জামকুণ্ডার বক্সাকুড়া গ্রামে এই ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
জানা গিয়েছে, মাঠের মাঝে একটি পুকুরে ইলেকট্রিক তার ফেলে রেখেছিলেন পঞ্চায়েত সদস্য সৈয়দ আলি। অভিযোগ, পুকুরে মাছ চুরি আটকাতে এভাবে ইলেকট্রিক তার ফেলে রেখেছিলেন নেতা। ওই পুকুরে নেমেছিলেন বাপী মাণ্ডি ও মঙ্গলি মাণ্ডি। আর তারপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই দম্পতির।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এরপরে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত এসপি খড়গপুর এবং অতিরিক্ত এসপি (সদর)। মৃতদের দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে। পুরো ব্যাপারটি খতিয়ে দেখা হবে। এখনও উত্তপ্ত রয়েছে ওই এলাকা।

