নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.) : প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বুধবার আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেছেন, নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে কংগ্রেস শক্তিশালী হবে এবং সামনে এগিয়ে চলা চ্যালেঞ্জগুলির সঙ্গে সফলভাবে মোকাবেলা করা হবে। বুধবার আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সভাপতি পদের দায়িত্বভার গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়গে।
এই অনুষ্ঠানে সোনিয়া গান্ধী বলেছেন, তিনি বছরের পর বছর দায়িত্ব কাঁধে রাখার পরে দলের সভাপতির পদটি ছেড়ে দিয়ে স্বস্তি পেয়েছেন। মল্লিকার্জুন খাড়গেকে অভিনন্দন জানিয়ে সোনিয়া বলেছেন, আমার কাছে সবচেয়ে বড় তৃপ্তি হল দলের কর্মী ও নেতারা তাদের প্রজ্ঞা অনুসারে নির্বাচিত করেছেন নতুন সভাপতি। যিনি একজন অভিজ্ঞ, তৃণমূল স্তরের নেতা, খাড়গেজি কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন সাধারণ কর্মী থেকে উঠে এসে এই উচ্চতা অর্জন করেছেন।