নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ বিবিধ অন্নব্যঞ্জনই বকলমে দেবতা হয়ে উঠেছেন৷ এমন উৎসব তেরো পার্বণের দেশেও খুব বেশি নেই৷ ব্যতিক্রম অন্নকূট৷ মূলত বৈষ্ণব মন্দিরের উৎসব হলেও বহু বাড়িতেও অন্নকূট হয়৷ বুধবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয়৷ এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে৷ রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের ভক্তিকমল মহারাজ সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে অন্নকূট-এর গুরুত্ব তুলে ধরেন৷ দেবতার ভোগে অন্নব্যঞ্জন পাহাড়ের মতো চুড়া করে সাজিয়ে নিবেদন করা হয় এদিন৷ মঠ-মন্দিরের প্রধানেরা জানিয়েছেন, অন্নকূটের প্রতিটি পদের ভিন্ন ভিন্ন নাম এবং ইতিহাস রয়েছে৷ তাদের রান্নার পদ্ধতিতেও আছে রকম ফের৷ বুধবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে অন্নকূট উৎসব পালন করা হয়৷ এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে৷ রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের ভক্তিকমল মহারাজ সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে অন্নকূট-এর গুরুত্ব তুলে ধরেন৷ কথিত আছে, এক বার কৃষ্ণ ব্রজদের ইন্দ্রপুজো বন্ধ করে গিরিরাজ গোবর্বধনের পুজো করতে বলেন৷ কেননা গোবর্বধন পাহাড়ই ব্রজবাসীদের জীবন-জীবিকার প্রধান আশ্রয়৷ তাই তাঁরই পুজো করা উচিত৷ পুজো বন্ধ হওয়ার সংবাদে কূপিত ইন্দ্র ঝড়বৃষ্টি দিয়ে বৃন্দাবনকে ধবংস করতে চাইলে শ্রীকৃষ্ণ গোবর্বধন পাহাড়কে এক আঙুলে করে তুলে ধরে ব্রজবাসীদের রক্ষা করেন৷ ইন্দ্রের ভয়ঙ্কর বজ্রের আঘাত নিজ অঙ্গে ধারণ করেন গোবর্বধন৷ ব্রজবাসীরা তার পর থেকে সেই তিথিতে গিরিরাজ গোবর্বধনকে উদ্দেশ্য করে যে উৎসবের আয়োজন করেন, তাই অন্নকূট নামে পরিচিত৷
2022-10-26

