কুশমন্ডি, ২৫ অক্টোবর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের দেউল পঞ্চায়েতের ঝাপড়াগাছি বাজারে বাজি-পটকার আগুনে পুড়ল গোডাউন ভর্তি পাট। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, পাটের গোডাউনের মালিক যুগতি গ্রামের বাসিন্দা বরেন সরকার। তিনি জানিয়েছেন, গোডাউন তালা বন্ধ ছিল। কীভাবে আগুন লেগেছে তা জানেন না। তবে তাঁর অনুমান, বাজারে কালীপুজো উপলক্ষ্যে ছোটরা বাজি-পটকা ফাটিয়েছে। সেখান থেকে আগুন লাগতে পারে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার অনেক পরে এসে পৌঁছোয় দমকলের গাড়ি । ততক্ষণে পাটের গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
অন্যদিকে, দীপাবলির রাতে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের নতুন শালবাড়ি এলাকায় পাট ও ভুট্টার গোডাউনে আগুন লাগে। । এক ব্যক্তির বাড়ির পাশে টিনের ঘেরা দেওয়া গোডাউনে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, একজন ব্যবসায়ী গোডাউন ভাড়া নিয়ে পাট ও ভুট্টা মজুত করেছিলেন। দীপাবলির রাতে আতশবাজি ফাটাতে গিয়ে গোডাউনে আগুন লাগতে পারে বলে অনুমান বাসিন্দাদের। খবর পেয়ে প্রথমে ফালাকাটা ও পরে ধূপগুড়ি থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে গোডাউনের ভেতরে আগুন এতটাই ছড়িয়ে গিয়েছিল যে নিয়ন্ত্রণে আনতে দমকলকে যথেষ্ট বেগ পেতে হয়। তবে স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগান। খবর পেয়ে ধূপগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে যায়। গাদং ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশীল রায় জানান, কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। পরিবারের লোকেরা জানিয়েছেন, আতশবাজি থেকে আগুন লাগতে পারে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।