সামসী, ২৩ অক্টোবর (হি.স.) : কালীপুজোর ঠিক আগের দিন মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদা জেলার চাঁচলে। শনিবার গভীর রাতে চাঁচল-২ মালতীপুরের সুপ্রাচীন কালী মন্দিরে চুরির ঘটনাটি ঘটেছে। মন্দিরের গ্রীলে লাগানো তালা ভেঙে কালী প্রতিমার সোনার গয়না চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছোয় চাঁচল থানার পুলিশ।
মন্দিরের পুরোহিত প্রবীর কুমার মিশ্র জানান, কালীমার দুই আনা স্বর্ন অলংকার ও প্রায় সাতশো/আটশো গ্রাম রুপোর অলংকার চুরি হয়েছে। প্রণামী বাক্সটাও নেই। প্রায় তিন হাজার টাকার মতো নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরাও নিয়ে পালিয়েছে তারা। গোটা ঘটনা থানায় লিখিতভাবে জানাবেন তিনি। চাঁচল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। খুব শীঘ্রই চুরির কিনারা করে দুষ্কৃতীদের পাকড়াও করা হবে বলে জানিয়েছে পুলিশ