মুম্বই, ২২ অক্টোবর (হি.স.): প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম রেল। ১০ থেকে বেড়ে প্ল্যাটফর্ম টিকিটের দাম হচ্ছে ৫০ টাকা। পশ্চিম রেলের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, উৎসবের মরশুমে প্ল্যাটফর্মে প্রত্যাশিত ভিড়ের পরিপ্রেক্ষিতে এবং রেলওয়ে প্রাঙ্গনে যাত্রী সংখ্যা নিয়ন্ত্রণ করতে, পশ্চিম রেলওয়ের মুম্বই সেন্ট্রাল ডিভিশনের কয়েকটি মনোনীত স্টেশনে ৩১ অক্টোবর পর্যন্ত প্ল্যাটফর্ম টিকিটের দাম ১০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থাৎ, প্ল্যাটফর্ম টিকিটের জন্য এবার অতিরিক্ত খরচ করতে হবে, তাও আবার একধাক্কায় ১০ থেকে ৫০। পশ্চিম রেলের পক্ষ জানানো হয়েছে, মনোনীত রেলওয়ে স্টেশনগুলি হল মুম্বই সেন্ট্রাল, দাদার, বোরিভালি, বান্দ্রা টার্মিনাস, ভাপি, ভালসাদ, উধানা এবং সুরাত।