আগরতলা, ২২ অক্টোবর (হি. স.) : আলোচনার জন্য সব রাজনৈতিক দলের জন্য দরজা খোলা রয়েছে, কিন্ত জোট নয়। তিপরা মথা-কে উদ্দেশ্য করে সাফ জানিয়ে দিলেন বিজেপি প্রদেশ সহ-সভাপতি ডা: অশোক সিনহা।
আজ সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি একাই সর্ব শক্তি নিয়ে ঝাঁপাবে। তবে, কোন রাজনৈতিক দলকেই আমরা দুর্বল ভাবছি না। কারণ, গণতন্ত্রে প্রত্যেক প্রার্থী খুবই গুরুত্বপূর্ণ। তাই, সকলের সাথে আলোচনার জন্য বিজেপি সর্বদা প্রস্তুত। মূলত, বিধানসভা নির্বাচনে তিপরা মথা বিজেপির জন্য ফ্যাক্টর হবে, এই প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তাঁর দাবি, তিপরা মথা-কে নিয়ে বিজেপি চিন্তন শিবিরে কোন আলোচনা করেনি। তাঁদের নিয়ে আমাদের ম্যাথা ব্যাথা নেই। আমরা ত্রিপুরায় আমাদের নীতি-আদর্শের বাস্তবায়ন নিয়ে ভাবনাচিন্তা করছি। তাই, কারোর সমর্থনের প্রয়োজন আছে বলে আমরা মনে করছি না। তবে, আমাদের দলে কেউ যোগ দিতে চাইলে তাঁকে আমরা স্বাগত জানাব। কিন্তু, চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লি নেবে, বলেন তিনি।ডা: সিনহার সাফ কথা, চিন্তন শিবিরে বিজেপি সিদ্ধান্ত নিয়েছে তিপরা মথার সাথে জোট হবে না। তবে, তাঁরা আলোচনা করতে চাইলে দরজা খোলা রয়েছে। কিন্তু, কি বিষয়ে আলোচনা হবে তাঁরা সিদ্ধান্ত নেবে।

